সূরা আন্ নাস বাংলা উচ্চারণ এবং অর্থসহ
12-02-25 (05:59)
12-02-25 (05:59)
আস্সালামু আলাইকুম! কেমন আছো সবাই আজকে আমরা শিখবো সূরা আন্ নাস বাংলা উচ্চারণ এবং অর্থসহ ৷ নিচে সূরা দেওয়া হলো -
বাংলা উচ্চারণ - বিসমিল্ল্যাহির রহমানির রহীম ৷
ক্বুল আঊযু বিরব্বিন্ নাস ৷ মালিকিন্ নাস ৷ ইলাহিন্ নাস ৷ মিংশার্ রিল ওয়াসওয়াসিল খন্ নাস ৷ আল্লাযী ইউওয়াসঔসু ফীসু দূরিন্ নাস ৷ মিনাল জিন্নাতি ওয়ান্ নাস ৷
বাংলা অর্থ - দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ৷
(হে মুহাম্মদ!) আপনি বলুন, আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের কাছে ৷ মানুষের অধিপতির কাছে ৷ মানুষের ইলাহের কাছে ৷ সদা পলায়মান শয়তানের কুমন্ত্রণার অনিষ্ট হতে ৷ যে (শয়তান) মানুষের অন্তরে কুমন্ত্রণা দেই ৷ জিনের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে ৷