নামাজের ওয়াক্ত কত টি এবং কত রাকাত নামাজ
13-02-25 (11:18)
13-02-25 (11:18)
আস্সালামু আলাইকুম! আজকে আমরা জানবো কত ওয়াক্ত নামাজ এবং কত রাকাত ৷ চলুন শুরু করা যাক -
নামাজের ওয়াক্ত - ৫ ওয়াক্ত ৷
নামাজের রাকাত -
১৷ ফজর মোট - ৪ রাকাত, যেমন ২ রাকাত সুন্নত এবং ২ রাকাত ফরজ ৷
২৷ যোহর মোট - ১২ রাকাত, যেমন ৪ রাকাত সুন্নত, ৪ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নত এবং ২ রাকাত নফল ৷
৩৷ আসর মোট - ৮ রাকাত, যেমন ৪ রাকাত সুন্নত এবং ৪ রাকাত ফরজ ৷
৪৷ মাগরিব মোট - ৭ রাকাত, যেমন ৩ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নত এবং ২ রাকাত নফল ৷
৫৷ এশা মোট - ১৫ রাকাত, যেমন ৪ রাকাত সুন্নত, ৪ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নত, ২ রাকাত নফল এবং ৩ রাকাত বেতের ৷